অবৈধ অস্ত্র রাখায় আটক মেসির ভাই

ভাঙা চোয়াল ও কাটা-ছেঁড়া মুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লিওনেল মেসির বড় ভাই মাতিয়েস। রোজারিওর কাছে পারানা নদীতে মটরবোট চালানোর সময় অ্যাক্সিডেন্ট হয়েছে তার। বোটের মধ্যে রক্তের ছোপও দেখা যায়। এই ঘটনার তদন্ত করতে গিয়ে ‘কেঁচো খুড়তে সাপ বেরিয়ে এসেছে’। বোটের মধ্যে পাওয়া গেছে অবৈধ অস্ত্র। ফলে হাসপাতালেই আটক করা হয় মেসির ভাইকে।

ফলে হাসপাতালে একটু সুস্থ হলে মেসির ভাইকে রিমান্ডে নেয়ার প্রস্তাব করা হয়েছে আদালতে। অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনার আইনে সাড়ে ৮ বছরের জেল হতে পারে ম্যাতিয়েসের। এই অপরাধে সর্বনিন্ম শাস্তিই সাড়ে ৩ বছরের জেল।

তবে ম্যাতিয়েসের আইনজীবী দাবি করেছেন,সৈকতে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে বোটের। যে অস্ত্র পাওয়া গেছে, সেটা পুলিশ সাজিয়ে রাখতে পারে বলেও সন্দেহ তার।

অবৈধ অস্ত্র বহনের অভিযোগে এর আগেও ম্যাতিয়াসকে আটক করেছিল আর্জেন্টিনার পুলিশ। ২০১৫ সালের অক্টোবরে ট্রাফিক জ্যামে আটকে থাকা ম্যাতিয়াসের গাড়ি তল্লাশি করে পয়েন্ট ২২-ক্যালিবার পিস্তল খুঁজে পায় পুলিশ,যা লাইসেন্সকৃত ছিল না।

এর আগে ২০০৮ সালের অক্টোবরে আরও একবার পুলিশের কাছে আটক হয়েছিলেন ম্যাতিয়াস। সেবার তার কোমরে একটি হ্যান্ডগান পাওয়া গিয়েছিল।

আজকের বাজার: আরআর/ ০৪ ডিসেম্বর ২০১৭