অ্যাপ বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ইজিটেক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে অ্যাপ মোনেটাইজেশন অ্যান্ড অ্যাপ ম্যানেজমেন্ট বিষয়ে ৯০ ঘন্টার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে ইজিটেক। দেশব্যাপী বিনামূল্যে কর্মশালাটি পরিচালিত হবে। আর এতে অংশগ্রহণের জন্য করতে হবে রেজিস্ট্রেশন।

‘স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম এন্ড অ্যাপলিকেশন প্রজেক্ট’ নামের কর্মশালাটির রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ‘অ্যাপ মোনেটাইজেশন অ্যান্ড অ্যাপ ম্যানেজমেন্ট’ প্রোগ্রামে রেজিস্ট্রেশন করার জন্য http://appmonetizationbd.com/registration-form এই লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করতে হবে এবং একটি বাছাই পরীক্ষায় অংশ নিতে হবে।

অ্যাপ তৈরীতে যারা আগ্রহী, যাদের নিজস্ব অ্যাপ আছে ও অ্যাপ ডেভেলপমেন্ট সর্ম্পকে যাদের প্রাথমিক জ্ঞান আছে কেবল তারাই এই প্রশিক্ষণের আওতায় অংশগ্রহণ করতে পারবেন। তবে প্রশিক্ষণার্থীদের কমপক্ষে এসএসসি পাশ হতে হবে।

ইতিমধ্যে এই প্রশিক্ষণের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। বাছাই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় ওয়েবসাইটটি থেকে জানা যাবে।

এই প্রজেক্ট সম্পর্কে জানা যাবে ফেসবুকের এই পেজ থেকেও।

আজকের বাজার/একেএ/আরএম/