‘আলিবাবা’ থেকে পদ ছাড়ছেন জ্যাক মা

পুনরায় আগের পেশা বেছে নিচ্ছেন চীনের আলিবাবা প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। বিশ্বের বিখ্যাত ইন্টারনেটভিত্তি প্রতিষ্ঠানের লোভনীয় এই পদ ছেড়ে শিক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছেন চীনের তৃতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি। গত সোমবার পদত্যাগ করেছেন তিনি বলে জানা যায় বিবিসির খবরে।

তবে আলিবাবার পরিচালনা পর্ষদে থাকবেন তিনি। কিন্তু শিক্ষার কাজে বেশি গুরুত্ব দেবেন সাবেক এই ইংরেজি শিক্ষক।

২০১৭ সালে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় চীনের ধনী ব্যক্তিদের মধ্যে তৃতীয় স্থানে ছিলেন ৫৪ বছর বয়সী জ্যাক মা। বর্তমানে ৪০ বিলিয়ন ডলারের মালিক তিনি।

বিল গেটসের মতো নিজস্ব একটি প্রতিষ্ঠান গড়তে চান বলে ব্লোমবার্জ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান জ্যাক। আলিবাবার সিইও থাকার চেয়ে এই পেশায় আরো ভালো কিছু করতে পারবেন বলে জানান তিনি ।

১৯৯৯ সাল থেকে তিনি আলিবাবার সাথে রয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন তিনি।