আড়াই লাখ টন চাল কিনবে সরকার

খাদ্য ঘাটতি মেটাতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৫০ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ২ লাখ মেট্রিকটন আতপ চাল।

বুধবার ১৪ জুন সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, সরকার টু সরকার পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ২ লাখ মেট্রিকটন আতপ চাল আনা হবে।

তিনি জানান, প্রতি মেট্রিকটন সিদ্ধ চালে ব্যয় হবে (চট্টগ্রাম বন্দর হয়ে) ৪৭০ মার্কিন ডলার। মোট ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চালে ব্যয় হবে ১৯৫ কোটি ৫ লাখ টাকা।

এছাড়া প্রতি মেট্রিকটন আতপ চাল আনতে (চট্টগ্রাম-মংলা) ব্যয় হবে ৪৩০ মার্কিন ডলার। মোট ২ লাখ মেট্রিকটন আতপ চালে ব্যয় হবে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা।

আজকের বাজার: আরআর/ ১৪ জুন ২০১৭