আয়কর কমেছে তৈরি পোশাক শিল্পে

আয়কর কমছে তৈরি পোশাক শিল্পে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পের আয় কর কমানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক খাতে গুরত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে আন্তর্জাতিক বাজার প্রতিকূল পরিস্থিতিতে এ খাত নানা চাপের মুখে আছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে এই শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন সময় সরকার প্রণোদনা দিয়ে আসছে। তৈরি পোশাক উৎপাদনে ও রাপ্তানিতে নিয়োজিত করদাতারা ০.৭ শতাংশ হারে উৎসে কর এবং ২০ শতাংশ হারে আয়কর দিচ্ছে। আগামীতে আয়কর কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭