ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বুধবার বেলা আড়াইটার দিকে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে ইইউ’র ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিট ওয়াড, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকেসহ চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত আছেন।

এদিকে, গতকাল এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, তাদের পক্ষ থেকে আসন্ন একাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করা হবে না। ঘোষিত তফসিল অনুসারে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

আজকের বাজার/এমএইচ