ইতিহাসের সাক্ষী হতে আহ্বান সরফরাজের

দীর্ঘ দশ বছর পর নিজ মাটিতে অনুষ্ঠিতব্য একটি দ্বিপাক্ষিক সিরিজে মাঠে উপস্থিত হতে প্রস্তুত হতে দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। দীর্ঘ দিন পর এ সিরিজে মাঠে উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হতে পাকিস্তান ক্রিকেট ভক্তদের প্রতি আহবান জানান সরফরাজ। সফরকারী শ্রীলংকার বিপক্ষে করাচিতে আগামী শুক্রবারের ম্যাচ দিয়ে তিন ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান। মজার বিষয় হচ্ছে ২০০৯ সালের জানুয়ারি মাসের পর করাচিতে কোন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

আইসিসিকে সরফরাজ বলেন, ‘২০০৯ সালের জানুয়ারি মাসের পর করাচিতে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ দিয়ে শুক্রবার ইতিহাস সৃষ্টি হবে। স্থানীয় সকল ভক্ত-সমর্থকদের প্রতি আমি আহবান জানাচ্ছি ইতিহাসের সাক্ষী হতে, যাতে তারা ভবিষ্যত প্রজন্মকে বলতে পারেন –একটি আন্তর্জাতিক সিরিজে তারা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।’

তিনি আরো বলেন, ‘স্মরণীয় উৎসবে পরিণত হতে যাওয়া শুক্রবারের জন্য আমার তর সইছেনা। আশা করছি আমি মাঠে নামার সময় পুরো স্টেডিয়াম আমার পাশে থাকবে। কেবল আমার জন্য গলা ফাঁটাবে তাই নয়, পুরো দলের পাশে থাকবে যে কোন খেলার প্রাণ হচ্ছে ভক্ত-সমর্থক, যে কোন দল এবং খেলার মূল চালিকা শক্তি হচ্ছে তারা। ভক্ত সমর্থকরাই একটা দলকে অতিরিক্ত শক্তি যোগায় এবং তাদের সেরাটা বের করে আনতে সহায়ক ভুমিকা পালন করে।’

তিনি আজ বলেন, ‘একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে আমার নিজ মাঠে পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পারাটা হবে আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি।’

আসন্ন সিরিজের জন্য সহ-অধিনায়ক নির্বাচিত হওযা বাবর আজম বলেন নিজ মাঠে প্রথম ওয়ানডে হবে আমার ‘সেরা দিনগুলোর একটি।’

তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু দিকে ভক্ত-সমর্থকদের কাছ থেকে যে ভালবাসা ও সম্মান পেয়েছি তা র জন্য তাদের প্রতি আমি সঠিকভাবে শ্রদ্ধা জানাতে পারিনি। পাকিস্তান দলের সহ-অধিনায়ক হিসেবে মাঠে নামার দিন শুক্রবার হবে আমার জীবনের সেরা দিনগুলোর একটি। আমি চাইব পুরো দেশ তথা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা এ দিনটি আমার জন্য স্মরণীয় করে রাখুক।’

একজন খেলোয়াড় হিসেবে করাচিতে নিজের শেষ ওয়ানডের স্মৃতি চারণ করেন পাকিস্তানের নতুন কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক।

মিসবাহ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে জাতীয় স্টেডিয়ামের শেষ শেষ ওয়ানডে ম্যাচটিও খেলেছিলাম এই শ্রীলংকার বিপক্ষেই। সুতরাং শুক্রবারে ম্যাচটি আমার জন্য খুবই আবেগপূর্ণ একটি। দশ বছর পর এখানেই পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে শুরু হচ্ছে আমার। সত্যিই সময় কত দ্রুত গড়িয়ে যায়।

আগামী ২৭, ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর করাচিতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজটি। এরপর ৫ অক্টোবর থেকে লাহোরে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দল : সরফরাজ আহমেদ(অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলী, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সাদাব খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ।

আজকের বাজার/লুৎফর রহমান