ইফতারিতে মজাদার ছোলার মসলা চাট

প্রতিদিন ইফতারিতে আমরা ছোলা খেয়ে থাকি। একই রকমভাবে ও অন্যরকম স্বাধে ছোলা খাওয়ায় একটু ভিন্নতা আনলে কেমন হয় ইফতারে ছোলা দিয়ে তৈরী করুন ছোলার মসলা চাট।

তাহলে চলুন দেখে নিই, কীভাবে তৈরী হবে ছোলার মসলা চাট।

যেভাবে তৈরি করবেন

ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিন। সিদ্ধ হলে,ভালো করে খাবার পানি দিয়ে ধুয়ে এর পানি ঝরিয়ে নিন।

একটি বড় পাত্রে ছোলা নিয়ে সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে মেশান। ব্যস তৈরি হয়ে যাবে ছোলার মসলা চাট। সাজিয়ে পরিবেশন করুন মুড়ির সঙ্গে মজাদার ছোলার মসলা চাট।

উপকরণ

ছোলা সিদ্ধ – দুই কাপ, পেঁয়াজ কুচি – দুই টেবিল চামচ, টমেটো কুচি – এক টেবিল চামচ, ধনেপাতা কুচি – আধাকাপ, পুদিনাপাতা কুচি – এক টেবিল চামচ, কাঁচামরিচ কুচি- এক টেবিল চামচ, চটপটির মসলা- দুই চা চামচ, জিরা গুঁড়া-আধা চা চামচ, লেবুর রস-দুই টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া-এক চা চামচ, সরিষার তেল – এক টেবিল চামচ, লবণ – আধা চা চামচ।

আজকের বাজার/আরআইএস