ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী রোহিঙ্গাদের এনআইডি দেয়ার সাথে জড়িত

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম সোমবার বলেছেন, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার সাথে ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী জড়িত।

তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জানাতে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কতজন কর্মকর্তা-কর্মচারী জড়িত সে সম্পর্কে আমাদের নির্দিষ্ট তথ্য রয়েছে। আমরা তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না। তবে সংখ্যাটি ১৫ এর বেশি নয়।’

ডিজি বলেন, তারা ধাপে ধাপে তাদের নাম প্রকাশ করবেন। ‘ইসি তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করবে।’

সাইদুল বলেন, কমিশন সব ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং এনআইডি তথ্যভাণ্ডার সুরক্ষিত রাখার জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার তা নেবে।

তিনি বলেন, ‘কাউকে ছাড় দেয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখাবো।’

‘আমরা এখন পর্যন্ত ৬১ জন রোহিঙ্গার একটি তালিকা পেয়েছি যারা ভোটার হওয়ার চেষ্টা করেছিল। আমরা তাদের তথ্য যাচাই-বাছাই করছি যে তারা কীভাবে এই চেষ্টা করলো এবং তাদের কারা সহযোগিতা করেছে। এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে,’ বলেন ডিজি।

আজকের বাজার/এমএইচ