উভয় বাজারে সূচক কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার  ডিএসইতে ৮০১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭২ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৮০১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২২৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক  ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬  পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯২২ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ৫৭  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে  ২৭টির শেয়ার দর।