২১ আগস্ট হামলা মামলার রায়: যাদের মৃত্যুদন্ড দিয়েছে আদালত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদলাত।

বুধবার (১০ অক্টোবর) দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তি অন্যদের মধ্যে রয়েছেন- ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআই’-এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম, মাওলানা শেখ আবদুস সালাম, মো. আবদুল মাজেদ ভাট, আবদুল মালেক, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ, মাওলানা আবু সাঈদ, আবুল কালাম আজাদ, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ তামিম, মঈন উদ্দিন শেখ, মো. রফিকুল ইসলাম, মো. উজ্জ্বল, মাওলানা মো. তাজউদ্দীন এবং মো. হানিফ।

এদের মধ্যে আবদুস সালাম পিন্টুর ভাই ও জঙ্গি নেতা তাজ উদ্দিন এবং হানিফ পরিবহনের মালিক মো. হানিফ পলাতক রয়েছে।

এছাড়াও ২১ আগস্ট মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারান।

অল্পের জন্য বেঁচে যান বতর্মান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তবে গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ হামলায় তিন শতাধিক নেতা-কর্মী আহত হন।

আজকের বাজার/এমএইচ