ঋণ বিতরণে ব্যাংকগুলোকে আরও সতর্ক হতে হবে:অর্থমন্ত্রী

ফাইল ছবি

ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোকে ঋণ বিতরণে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার ২ফেব্রুয়ারি  রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এ সময় অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ ঠেকাতে ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রকল্পে ঋণ দেয়ার আগে ঋণ গ্রহীতার বিষয়ে ভালোভাবে খোঁজ নিতে হবে।

অর্থমন্ত্রী আরো বলেন, লোকসান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০১৭ সালে সোনালী ব্যাংক ভালো পরিচালন মুনাফা করেছে। যা অন্যান্য ব্যাংকের জন্য দৃষ্টান্ত হতে পারে। তবে আগামীতে সতর্ক থাকতে হবে।

ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্য আবুল মাল আবদুল মুহিত বলেন, আপনাদের বড় কাজ হলো গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) নেয়া । আর আপনারা যখন কোনো প্রকল্প গ্রহণ করেন, সেটার বিশ্লেষণ যতদূর সম্ভব ভালো করবেন। কোনো প্রকল্প যখন অনুপযোগী।

আজকের বাজার:এসএস/৩ফেব্রুয়ারি ২০১৮