করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করলেন প্রেসিডেন্ট রুহানি

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যে ভূমিকা রেখেছেন তার প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা ও দক্ষতা এবং জনগণ এক্ষেত্রে দারুনভাবে সহযোগিতা করছেন। পবিত্র মাহে রমজানের প্রাক্কালে আজ (বুধবার) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে এমন মাস যা মানুষকে একে অপরের প্রতি দয়াশীল হতে শেখায় এবং এ মাস মানবজাতিকে একটা উন্নত স্বাস্থ্যব্যবস্থা উপহার দিয়ে থাকে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর সময়ে মানবজাতি অনেকটা অনুভব করতে পেরেছে যে, মহান আল্লাহর কাছে এবং প্রাকৃতিক দুর্যোগের সামনে তারা কতটা দুর্বল।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে ইরানের নববর্ষ উদযাপিত হলেও জনগণ সরকারের আহ্বানে সাড়া দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল বন্ধ রেখেছিল। তারও প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি।