করোনা সংক্রমণে স্থগিত হয়ে গেল আইপিএল

একের পর এক ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বাধ্য হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসর স্থগিত করে দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন পর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
আইপিএলের সভাপতি ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, সংশ্লিষ্ট সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই আইপিএল স্থগিত করা হয়েছে। গোটা মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।’
আইপিএলের সহসভাপতি রাজীব শুক্লা বলেন, ‘এ বারের মতো বাতিল করা হচ্ছে আইপিএল। ভারতীয় এবং বিদেশি অনেক ক্রিকেটার আইপিএল খেলতে রাজি নন বলে জানা গেছে। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন। চেন্নাই দল ইতোমধ্যেই ৬ দিনের জন্য কঠোর নিভৃতবাসে রয়েছে। এই মূহুর্তে আইপিএল-এর ৬টি দল কঠোর নিভৃতবাসে রয়েছে।’
গত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনার ঢেউ ভয়াবহ চেহারা ধারণ করেছে। মুম্বাই, দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালুরুসহ ভারতের বড় শহরগুলোই করোনায় বিধ্বস্ত হয়েছে। আইপিএলের ভেন্যুগুলোও এই শহরগুলোতেই ছিলো।
প্রথমে জানা গিয়েছিল মুম্বাইয়ে সরিয়ে নিয়ে হতে পারে আইপিএল-এর ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত করে দেয়া হলো।