কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ইইউ’র আহ্বান

পোশাক কারখানাসহ কর্মস্থলে ভবনের নিরাপত্তা নিশ্চিত করা ও অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে নীতিমালা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

কর্মস্থলে নিরাপত্তার বিষয়টিকে অধিক গুরুত্ব দেয় ইইউ। তারা তৈরি পোশাক কারখানায় কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য ২০১৩ সাল থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

শুক্রবার ঢাকায় অবস্থিত ইইউ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স কনস্ট্যান্টিনোস ভার্দাকিস বলেন, ‘ঢাকার বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফআর টাওয়ারে আগুনে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। প্রিয়জন হারানো পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি।’

ইইউ প্রতিনিধিরা আগুনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউয়ে বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্ধ-শতাধিক মানুষ।