কর অঞ্চল থেকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড বিতরণ শুরু ২০ নভেম্বর

আগামী ২০ থেকে ২৮ নভেম্বর সকল কর অঞ্চল থেকে করদাতাদের ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ প্রদান করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

রোববার তিনি বলেন, এনবিআর করদাতাদের অধিকতর করসেবা প্রদানের জন্য উদ্ভাবনী পন্থায় কাজ করছে। এবার আয়কর মেলার আর্কষণ ছিল ইনকাম ট্যাক্স আইডি কার্ড।

তিনি বলেন, করদাতারা অন্যান্য সেবা নেওয়ার পাশাপাশি এ কার্ড গ্রহণে ব্যাপক সাড়া দিয়েছেন। এ কার্ড একজন গর্বিত করদাতার স্বীকৃতি।

তিনি বলেন, মেলার পাশাপাশি কর অঞ্চল থেকে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর করদাতাদের এ কার্ড প্রদান করা হবে। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্ড দেওয়া হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর মেলা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। করদাতাদের সব ধরনের করসেবা প্রদানের জন্য ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সকল কর অঞ্চলে মেলার আদলে সেবা দেওয়া হবে।

এছাড়া ২৪ থেকে ৩০ নভেম্বর আয়কর সপ্তাহ পালন করা হবে।

উল্লেখ, প্রথমবার মেলায় ৯১ হাজার ২৫২ জন করদাতাকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে ১২ নভেম্বর ২০১৭