কাল মুখোমুখি হচ্ছে ঢাকা-কুমিল্লা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বর্তমানে পয়েন্ট তালিকার সহ-অবস্থানে রয়েছে মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্লাটুন ও সৌম্য-সাব্বিরের কুমিল্লা ওয়ারিয়র্স। ৪টি করে ম্যাচ খেলে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট ঢাকা-কুমিল্লার। এ অবস্থায় আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা-কুমিল্লা। এ ম্যাচ জিতে একে অপরকে টপকে যাবার লক্ষ্যে মাঠে নামবে দল দু’টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের ১৭তম ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

ঢাকা পর্বে মুখোমুখি হয়েছিলো ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স। কুমিল্লাকে ২০ রানে হারায় ঢাকা। ঐ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা। ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ৫৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৪ ও শ্রীলংকার থিসারা পেরেরার ১৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৪২ রানে বড় সংগ্রহই পায় ঢাকা। ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে ঢাকা। জবাবে থিসারার বিধ্বংসী বোলিং-এ ৯ উইকেটে ১৬০ রানের বেশি করতে পারেনি কুমিল্লা।

এবার ঐ ম্যাচ হারের বদলা নেয়ার সুযোগ পাচ্ছে কুমিল্লা। কিন্তু কাজটি সহজ হবে না কুমিল্লার। এজন্য ব্যাট-বল হাতে জ্বলে উঠতে হবে কুমিল্লার সৌম্য সরকার-সাব্বির রহমান-ডেভিড মালান-অধিনায়ক দাসুন শানাকাকে।

আজকের বাজার/লুৎফর রহমান