কাশ্মীরে ধর্মঘট

ভারত অধিকৃত কাশ্মীরে রোববার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার অভিযোগে এক কাশ্মীরির মৃত্যুদণ্ড দেওয়ার বার্ষিকী উপলক্ষে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) নামের সংগঠনটি এ ধর্মঘটের ডাক দিয়েছিল।

গত বৃহস্পতিবার আফজাল গুরু ও সংগঠনের প্রতিষ্ঠাতা মকবুল ভাটের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ ও ১১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছিল (জেকেএলএফ)।

পার্লামেন্টে হামলার অভিযোগে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয় আফজাল গুরুকে। আর এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১৯৮৪ সালের ১১ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয় মকবুল ভাটকে।

রোববার ধর্মঘটের কারণে দোকানপাট ও ব্যবসাকেন্দ্রগুলো বন্ধ ছিল। প্রধান শহর শ্রীনগরসহ কাশ্মীরের অন্যান্য এলাকার সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল একেবারেই কম। যে কোনো ধরনের বিক্ষোভ মোকাবেলায় বিভিন্ন সড়কে কাঁটাতারের ব্যারিকেড নিয়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা ছিল।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব সতর্কতা হিসেবে গত মাসে সীমিত পরিসরে চালু করা ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ধর্মঘট আহ্বানের কারণে জেকেএলএফের বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় পুলিশ। গত বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে ভারতীয় সেনাবহরে হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা করে সংগঠনটি। এর পরপরই একে নিষিদ্ধ ঘোষণা করা হয়। দলটির চেয়ারম্যান ইয়াসিন মালিককেও গ্রেপ্তার করে পুলিশ।

আজকের বাজার/এমএইচ