কুবিতে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

যথাযথ মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।

পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ কুবি. শাখা, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল, বিভাগসমূহ, কর্মচারী পরিষদ, পরিবহন ইউনিয়ন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

পুষ্পার্ঘ অর্পণ শেষে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন,

স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, মহান স্বাধীনতা আন্দোলনের প্রধান সারথি ও অগ্নিপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাঁর ডাকে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিড়ে পড়েছিল, ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল-সূর্য। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ফুল দিয়ে নয়, পরিশ্রম আর ভালবাসা দিয়ে করতে হবে। বঙ্গবন্ধুর একক নেতৃত্বে দেশ স্বধীন হয়েছে। এখানে কোন ছাড় নয়। দূর্ণীতি করে, মানুষ ঠকিয়ে, কাজে ফাঁকি দিয়ে, মিথ্যা বলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। বঙ্গবন্ধু ভয় দেখিয়ে নয়, ভালবাসা দিয়ে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমাদের এই চেতনা বুকে ধারণ করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে কঠোর পরিশ্রম করেন।

দিনব্যাপী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানমালা এবং শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে প্রীতি ভোজের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরএম/