কুমিল্লায় ভণ্ড কবিরাজের চিকিৎসায় শিশুর মৃত্যু

কুমিল্লায় ভণ্ড কবিরাজের চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়েছে।

গত শুক্রবার কুমিল্লার সিন্দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছেলের দুষ্টুমি কমানোর জন্য মা ছেলেকে নিয়ে যান কবিরাজের কাছে। চিকিৎসার জন্য ফরিদকে তিনদিন কাছে রাখতে চান কবিরাজ।কবিরাজের পরামর্শে শিশুটিকে রেখে বাড়িতে ফিরে যান মা রোজিনা বেগম। প্রথমে ফোনে কবিরাজ শিশুটির সুস্থতার কথা জানালেও পরে রোজিনা বেগমকে জানানো হয় পানিতে ডুবে মারা গেছে ফরিদ।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ভণ্ড কবিরাজের সহযোগী শাহাদাত হোসেন ও অ্যাম্বুলেন্স চালক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে কবিরাজ পলাতক আছেন।পলাতক ওই কবিরাজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। শিশুর ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আজকের বাজার/আরজেড