হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের ক্রেডিট রেটিং ‘বিবিবি+’

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড ক্রেডিট রেটিং-এ ‘বিবিবি+’ পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটির রেটিং সম্পন্ন করেছে। এতে কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং ‘বিবিবি+’। আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-৩’।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের প্রতিবেদনের ভিত্তিতে এ মান নির্ধারণ করেছে সিআরআইএসএল।

কোম্পানিটি ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো। তার আগের বছরও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৫ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।

রাসেল/