কে হবে ইস্রায়েলের প্রধানমন্ত্রী?

প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ইস্রায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখনও দেশবাসী জানে না পরবর্তী প্রধান মন্ত্রী কে হবেন।

ইসরায়েলে কে সরকার গঠন করবেন – দীর্ঘ দিনের প্রধান মন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু না সাবেক চিফ অফ স্টাফ বেনি গ্যানট্জ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রেসিডেন্ট রুভেন রিভলিন দুদিন ধরে সব দলগুলোর প্রধানদের সঙ্গে আলোচনা করেন।

দু দিনের আলোচনার পর ১২০ সদস্যের কেনেসেটের ৫৫ জন সদস্য বলেন তারা নেতানিয়াহুকে সমর্থন দেবেন, ৫৪ জন বলেন তারা গ্যানট্জকে সমর্থন দেবেন। আরব জয়েন্ট লিষ্ট এর ১০ জন সদস্য বলেন তারা গ্যানট্জ কে সমর্থন করবেন। ১৯৯২ সালের পর এই প্রথম তারা প্রকাশ্যে কোন প্রার্থীকে সমর্থন করেন। আরব জয়েন্ট লিষ্ট এর ৩ জন সদস্য কোন প্রার্থীকেই সমর্থন করেননি।

১৩টি আসনের আরব জয়েন্ট লিষ্ট এখন ইসরায়েলের তৃতীয় বৃহৎ দল।

আজকের বাজার/লুৎফর রহমান