কোটা সংস্কার আন্দোলন: জাবির দর্শন বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন

কোটা সংস্কার আন্দোলনকারী গ্রেপ্তার ছাত্রদের নিঃশর্ত মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও অবিলম্বে কোটা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (‌‌‌১৬ জুলাই) বিভাগটির পূর্বনির্ধারিত কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি।

দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান বলেন, “কোটা সংস্কারের দাবি সারা বাংলার ছাত্র সমাজের ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে ছাত্ররা এই দাবিতে আন্দোলন করছে। কিন্তু কোটা সংস্কারের ন্যায্য দাবি না মেনে আন্দোলনকারীদের দমনের ব্যাবস্থা করা হচ্ছে।

“আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচিতে সরকারী বাহিনী হামলা চালাচ্ছে। আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাঁদের উপর চলছে অমানুষিক পুলিশী নির্যাতন। যারাই প্রতিবাদ করছে তাদের উপর সরকারী বাহিনী নগ্ন হামলা চালাচ্ছে। এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।”

এছাড়া আগামীকাল থেকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা বিভাগের করিডরে অবস্থান নিবে বলে তিনি জানান।

আজকের বাজার/নাঈম/মেহেদী