ক্যারিবিয়ানদের জয়ের লক্ষ্য ২৮৯ রান

Shai Hope of West Indies and Kieron Pollard Captain of West Indies during the 1st One Day International match (ODI) between India and the West Indies held at the M. A. Chidambaram Stadium, Chennai on the 15th December 2019.Photo by Arjun Singh / Sportzpics for BCCI

সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করেছে ভারত। ইনিংসের শুরুতেই দুই উইকেট হারালেও রিশভ পান্ত ও সুরেশ আইয়ারের ব্যাটিং দৃঢ়তায় এ রান সংগ্রহ করতে পেরেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন রিশভ পান্ত। এছাড়া সুরেশ আইয়ার করেন ৭০ রান।

চেন্নাইয়ে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান সফরকারী দলের অধিনায়ক কিওরেন পোলার্ড। এরপর শুরুতেই তাদের চেপে ধরে সফরকারীরা শেলডন কটরেলের জোড়া আঘাতে ২৫ রানেই দুই উইকেট হারায় ভারত। লোকেশ রাহুল ৬ ও বিরাট কোহলি ৪ রান করে আউট হন। প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন রোহিত শর্মা ও আইয়ার। এ দুইজন গড়ে তোলেন ৫৫ রানের জুটি। ব্যক্তিগত ৩৬ রানে আলজারী জোসেপের বলে রোহিত আউট হলে ভাঙে এ জুটি। ৮০ রানে তৃতীয় উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে স্বাগতিকরা।

এরপরই ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়েন আইয়ার ও রিশভ। তাদের জুটিতে আসে ১১৪ রান। দলীয় ১৯৪ রানে আইয়ার আউট হলে ভাঙে এ জুটি। আউট হওয়ার আগে তিনি খেলেন ৭০ রানের দুর্দান্ত ইনিংস। ৮৮ বলে ৫ চার ও ১ ছয়ে এ ইনিংস সাজান তিনি। এরপর দলীয় ২১০ রানে আউট হন রিশভ। তিনি করেন ৭১ রান। ৬৯ বলে এ রান করতে তিনি হাঁকান ৭ চার ও ১ ছয়। এছাড়া শেষদিকে কেদার যাদব ৪০ ও জাদেজা ২১ রান করলে লড়ার মতো পুঁজি পায় স্বাগতিকরা। ৫০ ওভারের তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৮৮। শেলডন কটরেল, কিমো পল ও আলজারী জোসেপ দুটি করে উইকেট শিকার করেন।

আজকের বাজার/আরিফ