ক্যারিবিয়ান দৈত্যের ম্যাজিকে উড়ে গেল আফগানিস্তান

ভারতের লক্ষ্মৌর একানা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৮৭ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। দৈত্যাকার বোলার রাহকিম কর্নওয়াল একাই গুড়িয়ে দেন আফগানদের ব্যাটিং লাইনআপ।

ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। দলীয় ১৮ রানেই দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রাহকিম কর্নওয়াল। আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে (১৭) আউট করে আফগান ব্যাটিং লাইনআপে ধ্বংসযজ্ঞ শুরু করেন দৈত্যাকার এ বোলার। এরপর একে একে তুলে নেন আফগানদের আরও ৬ উইকেট। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এ বোলার ৭৫ রানের বিনিময়ে নিয়েছেন ৭ উইকেট। এছাড়া উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার নিয়েছেন ২ উইকেট। আফগান ব্যাটসম্যান জাভেদ আহমাদী করেন সর্বোচ্চ ৩৯ রান। এছাড়া আমির হামজা ৩৪ ও আফসার জাজাই করেন ৩২ রান।

ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই এমন আগুনঝরা বোলিং করা রাহকিম কর্নওয়ালের অভিষেক হয়েছে এ বছরই ভারতের বিপক্ষে। অভিষেকেই আলোড়ন তুলেছিলেন তিনি। ১০০ বছরের পুরনো রেকর্ড ভেঙে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ওজনদার ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল তার। ১৪০ কেজি ওজনের এ ক্রিকেটারকে সে সময় অনেকেই ক্রিকেটের দৈত্য নাম দিয়েছিল।

আজকের বাজার/আরিফ