ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তামিম

দেশের ক্রিকেটের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএলে) মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে অপরাজিত ৩১৪ রানের ইনিংস খেলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন টাইগার ওপেনার।

এর আগে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণিতে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন তামিম। ২০০৬-০৭ মৌসুমে ফতুল্লায় জাতীয় ক্রিকেট লিগে সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে ৩১৩ রানের ইনিংস খেলেন রকিবুল হাসান। এত দিন রকিবুল একমাত্র বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরির মালিক ছিলেন।এবার তামিস সে রেকর্ডে ভাগ বসালেন। তামিমের ট্রিপল সেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ৫৫৫ রানে ইনিংস ঘোষণা করেছে পূর্বাঞ্চল। ৪২৬ বলে ৪২টি চার ও ৩ ছক্কায় ৩৩৪ রানে অপরাজিত থাকেন তামিম। প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হয় মধ্যাঞ্চল।

২০১২-১৩ মৌসুমে বগুড়ায় বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ২৮৯ রানের ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। আর ২০১৭ সালে জাতীয় ক্রিকেট লিগে বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ২৯৫ রান করেন নাসির হোসেন। এ দুইজন ট্রিপল সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন। তবে তাদের মতো ভুল করেননি চট্টগ্রামের তামিম। ৪০৭ বলে ৪০টি চারের সাহায্যে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে নিজের প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন।

পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে তামিমের এমন ইনিংস স্বাভাবিকভাবে টাইগারদের উজ্জীবিত রাখবে। আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচ এপ্রিলে করাচিতে।

জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুত করতেই তড়িঘড়ি করে বিসিএলের প্রথম রাউন্ডের খেলা শুরু করে বিসিবি। আর প্রথম টেস্টের আগে বিসিএলে নিজেকে মেলে ধরলেন অভিজ্ঞ ওপেনার তামিম। পূর্বাঞ্চলের হয়ে খেলা তামিম প্রথম দিনই তুলে নেন ডাবল সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ছিল পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২০৬। গতকাল (শনিবার, ০১ ফেব্রুয়ারি) সে রান টপকে ২২২ রানে অপরাজিত ছিলেন টাইগার ওপেনার। ঘরোয়া ক্রিকেটে অবশ্য এটি তামিমের প্রথম ডাবল সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ১৯৩ রান।

আজকের বাজার/আরিফ