গেইলের সেই ম্যাচে জাদুকরী ক্যাচ

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে গেইলেরই দল ভ্যানকভার নাইটস। ওয়েস্ট ইন্ডিজ ‘বি’ দলের বিপক্ষে চলছিল টুর্নামেন্টের ফাইনাল। ম্যাচের এক পর্যায়ে গেইলের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেন কাভেম হজ।

প্রথম স্লিপে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ উড়ে আসল একটি ক্যাচ। বাঁ দিকে ঝাপিয়ে পড়ে বাম হাতেই ক্যাচটা তালুবন্দী করতে চেয়েছিলেন ক্রিস গেইল, সেটা সম্ভব হলো না। বল হাত থেকে ছুটে গেল, তবে চোখের নিমিষেই সেটা ডান হাত দিয়ে জাদুকরী ভঙ্গিমায় ধরে ফেললেন ক্যারিবীয় ব্যাটিং দানব। তার যে ক্যাচটি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

লেগস্পিনার ফাওয়াদ আলমও বিশ্বাস করতে পারছিলেন না, তার বলে ক্যাচটি তালুবন্দী করেছেন গেইল। পরে যখন এই ওপেনারকে হাসতে দেখলেন, তখন বুঝলেন ক্যাচটা নেয়া হয়েছে।

ম্যাচে ব্যাট হাতে অবশ্য তাণ্ডব দেখাতে পারেননি গেইল। ডেরভাল গ্রিনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন মাত্র ২ রানে। তবে ফিল্ডিংয়ের সময় তার ওমন জাদুকরী ক্যাচ দেখে ব্যাটিং উপভোগ করতে না পারার দুঃখ অনেকটাই ভুলে গেছেন দর্শকরা।