গ্রেনেড তৈরির সরঞ্জামসহ ৪ জেএমবি নেতা গ্রেপ্তার

বগুড়ায় জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি, বিস্ফোরক ও গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও বগুড়া জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রোববার দিবাগত রাত ১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলো পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের দাওয়াতি বিভাগ প্রধান আতাউর রহমান ওরফে হারুন ওরফে আরাফাত (৩৪), পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের বায়তুল মাল প্রধান ও নওগাঁ জেলার দায়িত্বশীল মিজানুর রহমান ওরফে নাহিদ ওরফে মোরছাল (৪২), পুরাতন জেএমবির গাইবান্ধা জেলার দায়িত্বশীল জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) ও পুরাতন জেএমবির বগুড়া জেলার দায়িত্বশীল মো. মিজানুর রহমান (২৪)।

আজকের বাজার/লুৎফর রহমান