চট্টগ্রামে নাশকতা সন্দেহে ১৮ মাদরাসা শিক্ষার্থী আটক

চট্টগ্রাম মহানগরীরর চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদরাসায় অভিযান চালিয়েছে ১৮ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। নাশকতার পরিকল্পনা করতে মাদরাসার হোস্টেলে  ‘গোপন বৈঠক’ চলছে এমন খবরের ভিত্তিতে তাদের আটক করেছে পুলিশ।

রোববার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত  অবিযান চালিয়ে তাদের আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, নাশকতার পরিকল্পনা করতে দারুল উলুম আলিয়া মাদরাসায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে রোববার রাতে সেখানে অভিযান চালানো হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ১৮ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের অধিকাংশই দারুল উলুম আলিয়া মাদরাসার শিক্ষার্থী।

এ সময় তিনি আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন।

আরএম/