চারদিনের টেস্টে সায় নেই সচিন টেন্ডুলকরের

আইসিসি-র ক্রিকেট কমিটির প্রস্তাবিত চারদিনের টেস্টে সায় নেই সচিন টেন্ডুলকরের৷ এই ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন কিংবদন্তি এই ক্রিকেটার৷ চারদিনের টেস্টের ক্ষেত্রে ব্যাটসম্যানদের আরও বেশি চিন্তাশীল হতে হবে বলে মনে করেন লিটল মাস্টার৷

প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ২০১৯-এ৷ ফাইনালে হবে ২০২১-এ৷ এই ফর্ম্যাট পাঁচদিনের হলেও দ্বিতীয় আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন হতে চলেছে ২০২৩ থেকে ২০৩১৷ কিন্তু এই সাইকেলে পাঁচদিনের পরিবর্তে টেস্ট ম্যাচ হতে পারে চারদিনের৷ তবে পাঁচদিনের পরিবর্তে চারদিনের টেস্ট পছন্দ না সচিনের৷

পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটের চরম ভক্ত৷ আমি এর সঙ্গে একমত হতে পারছি না৷ পাঁচদিনের ফর্ম্যাটেই দীর্ঘদিন ধরে চলে আসছে৷ কিন্তু নতুন ফর্ম্যাটে ব্যাটসম্যানদের আরও চিন্তাশীল হতে হবে৷ চারদিনের টেস্টে ব্যাটসম্যানদের ভাবনায় থাকবে দীর্ঘতম ফর্ম্যাটে সমীত ওভারের ম্যাচ৷ কারণ দ্বিতীয় দিনে লাঞ্চের পর মনে হবে আর মাত্র আড়াই দিন বাকি৷ ম্যাচে এই ভাবনা বদল আনবে৷’

এছাড়াও সচিনের মতে পাঁচ দিনের টেস্টের পঞ্চম দিন স্পিনারদের জন্য আর্দশ৷ কারণ স্পিনাররা ম্যাচের শেষ দিন ভাঙা পিচে বল করতে বেশি পছন্দ করে৷ সচিন বলেন, ‘পঞ্চম দিনের পিচে যেমন স্পিনাররা বল করতে বেশি পছন্দ করে, তেমনি প্রথম দিন পিচে ফাস্ট বোলাররা বেশি পছন্দ করে৷ কারণ বিশ্বের কোনও ফাস্ট বোলারই পঞ্চম দিনের পিচে বল করতে চায় না৷’

আজকের বাজার/লুৎফর রহমান