চীন-পাকিস্তান যৌথ সামরিক বিমান মহড়া শুরু

সম্প্রতি চীনে শুরু হয়েছে চীন ও পাকিস্তানের যৌথ সামরিক বিমান মহড়া। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিমান মহড়া চলবে।

‘শাহিন ৫’ শীর্ষক এ মহড়ায় দু’দেশের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান অংশগ্রহণ করছে বলে চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই) সূত্রে জানা গেছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসি সম্প্রতি পাঞ্জাব প্রদেশে ৩৪০ মেগাওয়াটের পারমাণবিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেছেন।

চীনের সহায়তায় পাঞ্জাবের মিনাওয়ালি জেলার চাসমায় এ পারমাণবিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করা হচ্ছে।

আজকের বাজার : এমএম / ১০ সেপ্টেম্বর ২০১৭