চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ক্রিশ্চিয়ানো রোনালদো বিহীন স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ যেন ধুঁকছিল। অবশেষে রোমার বিপক্ষে ২-০ গোলের জয়ে নিজেদের কিছুটা খুঁজে পেয়েছে সান্তিয়াগো সোলারির দল।

মঙ্গলবারে রাতে ইতালির ক্লাব রোমার মাঠেই স্বাগতিকদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬তে পৌছে যায় রিয়াল। আর ক্লাবটির হয়ে গোল দুটি করেন গ্যারেথ বেল ও লুকাস ভাসকেজ।

ফলাফলটা ভালো হলেও স্প্যানিশ ক্লাবটির শুরুটা ছিলো এলোমেলো। অথবা স্বাগতিকরা সুযোগটা কাজে লাগাতে পারেনি বলেই জিতেছে মাদ্রিদের ক্লাবটি। যদিও দুর্দান্ত কিছু সেভ করে রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক কোর্তোয়া।

প্রথমদিকে নিজেদের হারিয়ে ফেলা রিয়াল প্রথমার্ধের শেষ মুহুর্তে নিজেদের কিছুটা গুছিয়ে গোলের সুযোগ পেয়েও মিস করেন। তবে দ্বিতীয়ার্ধে সেই সুযোগগুলোকে পুরোপুরিভাবে কাজে লাগাতে পেরেছেন তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে গ্যারেথ বেলের বাঁ পায়ের নিচু শটে বল রোমার জালে জড়ায়।

তবে ব্যবধান বাড়াতে সময় নেয়নি রিয়াল। ৫৯তম মিনিটে বেনজামের হেড করা বলে পায়ের আলতো ছোঁয়ায় ব্যবধান দ্বিগুন করে দেন লুকাস ভাসকেস। আর এতেই জয়ের পাশাপাশি জি-গ্রপে চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী পর্বে যাচ্ছে তারা।

আজকে বাজার/এমএইচ