ছবি টাঙ্গানোর অপরাধে বদলি!

কলেজে নিজের ক্লাসরুমে একটি ছবি টাঙ্গানোর অপরাধে বদলি করে দেওয়া হয় রায়হান মাস্টারকে। ঢাকা থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় খাগড়াছড়িতে। কয়েক বছর পর আবার সেই কলেজেই প্রিন্সিপাল হয়ে ফিরে আসেন। এমনি এক প্রতিবাদমুখর গল্প নিয়ে রেজানুর রহমানের টেলিফিল্ম ‘ছবি’।

রেজানুর রহমান জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সমসাময়িক সমাজ বাস্তবতাকে ঘিরে সম্প্রতি টেলিফিল্মটি নির্মাণ করেছেন তিনি। গাজীপুরের মাওনায় পিয়ার আলী বিশ্ববদ্যালয় কলেজ সহ বিভিন্ন এলাকায় এই টেলিছবিটির শ্যুটিং হয়েছে।

এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শাহাদৎ হোসেন, সুমনা সোমা, শাহানা সুমি, রাজিব সালেহীন, সুকর্ন হাসান, মিন্টু সরদার প্রমুখ। রায়হান মাস্টারের স্কুল পড়ুয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী তাহা। টিভি নাটকে এটিই তার প্রথম অভিনয়।
টেলিছবিটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু। ক্যামেরায় ছিলেন ইব্রাহিম করিম পলাশ। চ্যানেল আইতে এটি প্রচার হবে ২৯ ডিসেম্বর বেলা ৩টা ৫মিনিটে।
আজকের বাজার: সালি / ২৭ ডিসেম্বর ২০১৭