জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আর নেই

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকালে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭৭ সালের ৭ জানুয়ারি ঢাকা ষ্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) বাংলাদেশ ক্রিকেট দল তিন দিনের একটি বেসরকারি টেষ্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্লার্কের নেতৃত্বাধীন ইংল্যান্ডের শক্তিশালী এমসিসি ক্রিকেট দলের বিপক্ষে। ওটাই ছিল প্রথম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই দলের অধিনায়ক ছিলেন খ্যাতিমান ওপেনিং ব্যাটসম্যান শামীম কবির।

এই ম্যাচটি মূলত বাংলাদেশের সামর্থ্য যাচাইয়ের জন্য আয়োজিত হয়। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের যোগ্য কি না, সেটা পরীক্ষা করে দেখতেই এই খেলা অনুষ্ঠিত হয়েছিল। বলা চলে, স্বাধীনতার পরে সেটাই ছিল বাংলাদেশের ক্রিকেটের প্রথম পথচলা।

বর্ষীয়ান এই ক্রিকেট ব্যক্তিত্বের মৃত্যুতে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

আজকের বাজার/এমএইচ