জামায়াত যে নামেই আসুক মানবতাবিরোধী অপরাধী হলেই বিচার হবে: আইনমন্ত্রী

জামায়াত দলের নাম পরিবর্তন করে অন্য যে নামেই আসুক না কেন, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দোষী হলে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি, ১৯৭১ সালে তারা (জামায়াত) যে মানবতাবিরোধী অপরাধ করেছে, তার বিচার করা। জামায়াত যে রূপেই আসুক না কেন, তৎকালীন জামায়াতে ইসলামীতে যারা ছিল, তারা এই অপরাধে সম্পৃক্ত থাকলে তাদের আদালতে জবাবদিহি করতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে মুক্তধারা ফাউন্ডেশন, নিউইয়র্ক স্টেট গভর্নর কর্তৃক ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশ ইমিগ্রেশন ডে’ হিসেবে ঘোষণাপত্র হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল করার বিষয়ে মামলাটি আপিল বিভাগে অপেক্ষমাণ রয়েছে। আপিল বিভাগে হাইকোর্ট ডিভিশনের রায় বহাল থাকলে জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে যাবে। তখন বাংলাদেশে জামায়াতে ইসলামী নামে কোনো দল থাকবে না।

আজকের বাজার/এমএইচ