টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ

ছবি - এএফপি

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ সফরকারী বাংলাদেশ। ইন্দোরের হলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৭/২। ব্যাট করতে নেমে দ্রুত ফিরে যান দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম।

এর আগে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত।

বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও এবাদত হোসেন।

ভারত একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।