টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ইতিমধ্যে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল।  বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম ওয়ানডেতে সাকিবের অনুপস্থিতি প্রবলভাবে অনুভব করেছে বাংলাদেশ। ওই ম্যাচে ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারের মাঝে ৩৯ রানে ৪ উইকেট হারানো ব্যাটিং দৈন্যতাই ফুটে উঠেছে। বোলিং ডিপার্টমেন্টও ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেনি। ওভারপ্রতি ছয়ের বেশি রান দেয়া টাইগারদের ম্যাচ জিততে হলে দুই বিভাগেই ভালো কিছু করতে হত। কিন্তু শেষ পর্যন্ত ভালো করতে পারেনি টাইগাররা।
কুশল পেরেরার অনবদ্য সেঞ্চুরির সঙ্গে অন্যদের সময়োপযোগী ব্যাটিংয়ে বড় স্কোর দাঁড় করায় শ্রীলংকা। অভিজ্ঞ লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে বল হাতে প্রত্যেকেই ছিলেন উজ্জ্বল। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকায় লংকানরা সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ:
দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, এঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: 
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।
আজকের বাজার/এমএইচ