ডিএসইতে ৭৬% কোম্পানির দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে প্রায় ৭৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে ৭৪২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি ৭৭ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৮২৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২৫২টির। আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক  ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৯৭ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৮২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার দর।