ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় ইইউর আপত্তি

ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো।

রোববার ১০টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মোট ১১ জন কূটনীতিক আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে  তাদের আপত্তির বিষয়টি জানান।

এ সময় সভায় জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিন্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনশে তিয়ারেংকে এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে স্পেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তারা মূলত ডিজিটাল নিরাপত্তা আইনে মাত্রাতিরক্ত সাজা এবং কড়াকড়ি নিয়ে আপত্তি তোলেন।

বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। প্রয়োজনে আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আজকের বাজার/আরজেড