ডিভিডেন্ডের সিদ্ধান্তে পরিবর্তন আরএসআরএমের

সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ডের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আরএসআরএম স্টীল । সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্টানটির ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটি সকল শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বা এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিতে ডিভিডেন্ডের সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও পরিচালকেরা ডিভিডেন্ড নিবেন না।

সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৭ টাকা ৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৭ টাকা।আর শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি দাড়িয়েছে ৪৪ টাকা ৭৪ পয়সা।

 

 

আজকের বাজার/মিথিলা