ডেঙ্গুতে এখন পর্যন্ত ২০৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি ১১৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৬৮টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। খবর ইউএনবি।

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৫৩ নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে রাজধানীতে ১৯৩ এবং বাইরে ৪৬০ জন ভর্তি হয়েছেন।

সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগরীতে ৯৮৩ এবং দেশের অন্যান্য এলাকায় ১ হাজার ৫২৪ জন চিকিৎসা নিচ্ছেন।

কন্ট্রোল রুম আরও জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮১ হাজার ৮৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন এবং তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৯৭ শতাংশ বা ৭৯ হাজার ১২৯ জন।

আজকের বাজার/এমএইচ