ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩৬ রোগী হাসপাতালে

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১০২ জন ঢাকায় এবং ২৩৪ জন দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি রোগী আছেন এক হাজার ৪৬০ জন। এদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৫২৪ জন এবং অন্যান্য বিভগে আছেন ৯৩৬ জন।

ডেঙ্গুর প্রাদুর্ভাব এবার এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভয়াবহ আকার ধারণ করেছে। তবে চলতি মাসের শুরু থেকে পরিস্থিতির উন্নতি হওয়া শুরু হয়েছে। তুলনামূলকভাবে কমে আসছে নতুন রোগীর সংখ্যা।

সরকারি হিসেব অনুযায়ী, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে সর্বমোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগী ৮৮ হাজার ৬৬০ জন। এছাড়া বর্তমানে হাসপাতাল থেকে ৮৬ হাজার ৯৬৪ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বছর ডেঙ্গু সন্দেহে ২৩৬টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি এ পর্যন্ত ১৩৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৮১টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ