বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্মেলন শুরু

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চারদিন ব্যাপী সীমান্ত সম্মেলন শুরু রয়েছে। সীমান্ত নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে।

সোমবার (৮ জুলাই) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতর পিলখানায় এ সম্মেলন শুরু হয়।

মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ১১ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল অংশ স্মেলনে অংশ নিয়েছে।

আর ১৫ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান।

সম্মেলনে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের হেলিকপ্টার ও ড্রোন চলাচল, শূন্য লাইন হতে মাইন অপসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়।

আগামী ১২ জুলাই যৌথ দলিল সাক্ষরের মাধ্যমে শেষ হবে এবারের সীমান্ত সম্মেলন।

রাসেল/