ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৭০ কিলোমিটার অংশে দীর্ঘ যানজটের সৃষ্ঠি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন  হাজার হাজার যাত্রী। গন্তব্যে পৌঁছাতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলায় অনেক দিন ধরেই সড়কে এই ধীরগতি চলে আসছে বলে জানান হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা।

নির্মাণ কাজের সঙ্গে সাম্প্রতিক সময়ে হওয়া টানা বৃষ্টিও যানজটের কারণ বলে জানান সংশ্লিষ্টরা। তারা মনে করেন, বৃষ্টিতে সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করছে। এর প্রভাব পড়ছে মহাসড়কে।

ঢাকা থেকে চট্টগাম যাচ্ছেন এমন এক বাস যাত্রী বলেন, গত এক-দেড় বছর ধরেই এমন অবস্থা চলে আসছে। তবে সম্প্রতি সড়কে যানজট বেড়েছে ব্যাপক হারে।

রাসেল/