দর বাড়ার শীর্ষে এম.এল ডাইং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এম.এল ডাইং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৪৩৩ বারে  ২৯ লাখ ৪৩ হাজার ৫৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৬ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আমান কটন ফেব্রিক্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা  দরে লেনদেন হয়।  কোম্পানিটি  ২ হাজার ২০৫ বারে  ২০ লাখ ৪৫ হাজার ৯৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, আরডি ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কেপিসিএল, লিবরা ইনফিউশন ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।