দলে ডাক পেলেন শফিউল ইসলাম

DHAKA, BANGLADESH - OCTOBER 07: Shafiul Islam of Bangladesh celebrates dismissing James Vince of England during the 1st One Day International match between Bangladesh and England at Sher-e-Bangla National Cricket Stadium on October 7, 2016 in Dhaka, Bangladesh. (Photo by Gareth Copley/Getty Images)

শ্রীলংকা সফররত বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন পেস বোলার শফিউল ইসলাম। কলোম্বোতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিবে বাংলাদেশ। পেস আক্রমণ বিভাগকে শক্তিশালী করতেই আকস্মিকভাবে টিম ম্যানেজমেন্ট তাকে দলে অন্তর্ভুক্ত করায় শ্রীলংকা সফরে যান শফিউল।

বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন অবশ্য বলছেন শফিউলের অন্তর্ভুক্তিতে বিস্মিত হবার কোন কারণ নেই। তীব্র তাপমাত্রা, ইনজুরি সহ বিভিন্ন কারণে তাকে বাড়তি পেসার হিসেবে দলভুক্ত করা হয়েছে।
বুধবার কলম্বোতে টাইগার দলের কোচ বলেন, ‘বিষয়টি এমন নয় যে আমাদের বোলিং বিভাগ নিয়ে শংকিত যে কারণে শফিউলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

বিষয়টি ব্যাখা করে সুজন বলেন, ‘তিন ম্যাচের মাঝখানে কিছুটা বিশ্রামের সুযোগ ও রয়েছে। বর্তমান দলের সদস্য সংখ্যা ১৪ জন। যে কারণে স্কোয়াডটিকে ১৫ জনে উন্নীত করার জন্য আরেকজন খেলোয়াড়ের জায়গা ছিল। এ কারণেই আমরা একজন পেস বোলারকেই ওই জায়াগার জন্য উপযুক্ত মনে করেছি। এ ক্ষেত্রে অভিজ্ঞ হিসেবে শফিউলকেই বিবেচনায় আনা হয়েছে। দীর্ঘ সময় ধরে ডেথ বোলিং নিয়ে আমরা কিছুটা শংকায় রয়েছি। বিপিএলে শফিউল ডেথ বোলিংয়ে ভাল করেছে। সে নিজেও সুস্থ হয়ে উঠেছে এবং আমাদেরও একটি সুযোগের প্রয়োজন ছিল।’

আজকের বাজার/লুৎফর রহমান