দুঃখ করে মুমিনুলদের ধুয়ে দিলেন গাভাস্কার

সর্বশেষ পাঁচ টেস্টে বাংলাদেশ দল চারটি হেরেছে ইনিংস ব্যবধানে। অন্যটি আফগানিস্তানের বিরুদ্ধে ২২৪ রানের পরাজয়। চলমান ভারত সফরেও দুইটি টেস্টই হেরেছে ইনিংস ব্যবধানে। ইন্দোর থেকে কলকাতা কোথাও ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনো বিভাগেই স্বাগতিকদের কাছে পাত্তা পায়নি মুমিনুল হকের দল।

দুই দলের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

রবিবার (২৪ নভেম্বর) তৃতীয় দিনের খেলা শুরুর আগে পিচ রিপোর্টের সময় গাভাস্কার বলেছেন, ‌‘দেখুন, পিচ নিয়ে রিপোর্টের কিছু আছে বলে মনে হয় না। বাংলাদেশ অর্ডিনারি ক্রিকেট খেলছে, অর্ডিনারি ব্যাটসম্যান, অর্ডিনারি টেকনিক, অর্ডিনারি অ্যাপ্লিকেশন। তাদের ব্যাটিং প্যারাডাইস ট্রাকেও নামালে এর চেয়ে ভালো কিছু হবে না। ৩০-৪০ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ হবে। পিচের ব্যাপার না, আপনার অ্যাপ্লিকেশনের ব্যাপার। পূজারা-রাহানেকে দেখুন।’

বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য দুঃখ প্রকাশ করে এই কিংবদন্তি বলেন, ‌‘দুঃখ হয় বাংলাদেশের সমর্থকদের জন্য, তারা এতটা ক্রিকেট প্রিয়। ক্রিকেট নিয়ে তাদের কতটা প্যাশন। কতভাবে তারা দলকে সাপোর্ট করে! কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা তার কিছুই আসলে ডিজার্ভ করে নাহ। দুইটি টেস্ট তারা কেমন খেলল? তাদের অ্যাপ্লিকেশনই ছিল না কোনো, ২-৩ দিনে টেস্ট শেষ করবেন? তাদের মধ্যে কোনো স্পৃহাই নেই। ভারত দলকে দেখুন, সবাই কীভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে! কীভাবে একজন আরেকজনের সঙ্গে সম্পৃক্ত থাকছে।’

আজকের বাজার/আরিফ