দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ছবি : ইন্টারনেট

ময়মনসিংহ ও সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতদের মধ্যে  দু’জন মাদক ব্যবসায়ী ওএকজন ডাকাত দলের সদস্য।

শনিবার (১৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, শনিবার বিকালে সাতক্ষীরা সদরের বাশদাহ বাজার এলাকা থেকে দুই কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ কালাম ও দেলোয়ারকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে রাতেই সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান দেশে প্রবেশ করছে। তাদের নিয়ে রাত সাড়ে ৩টায় সীমান্তবর্তী বাশদাহ ইউনিয়নের কয়ার বিলে অভিযানে যায় সদর থানা ও ডিবি পুলিশের একটি দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে চোরাকারবারীরা। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। কালাম ও দেলোয়ার দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল কালাম আজাদ জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নে আবুল কাসেমের ছেলে ও কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং দেলোয়ার হোসেন বাশদাহ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, ওয়ান শ্যুটার গান উদ্ধারের দাবি করেছে পুলিশ।

ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় উথুরা ইউনিয়নের হাইজ্যাকের মোড় নামক স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার মুরাদ আকন্দ নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, মুরাদ আকন্দ একজন শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ডাকাতি ও ওরেন্টসহ ৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ১টি রামদা, ১টি চাপাতি ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে।

আরএম/