দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান: কাদের

দেশে দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে বুধবার মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাভার সেনানিবাসের ঢাকা-আরিচা মহাসড়কে শুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি বলেন, ‘টেন্ডারবাজি, সন্ত্রাস ও দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না। যতদিন পর্যন্ত দেশে দুর্নীতি থামবে না ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’

বিএনপি সরকারের সময় দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মদ ও জুয়ার আসর বসেছিল কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। খালেদা জিয়া যা পারেননি শেখ হাসিনা তা পেরেছেন। চুনোপুঁটি ও রাঘব বোয়াল নয়, যার বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যাবে তাকেই আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে।’

‘বিএনপি-জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছিল,’ বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে। কোনো দুর্নীতিবাজ লোককে ছাড় দেয়া হবে না।’

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, চিফ ইঞ্জিনিয়ার মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।