ধামুরহাটে সড়ক দুর্ঘটনায় দুইটি গরুসহ নিহত ২

প্রতীকী ছবি

গরু নিয়ে রাজশাহী থেকে দিনাজপুরের বিরামপুর হাটে যাবার পথে জয়পুরহাটের পার্শ্ববতী নওগাঁ জেলার ধামুরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাতজন।

বৃহস্পতিবার (০৫ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনায় এক ভটভটি (নসিমন) চালক ও এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। এসময় দুটি গরুও মারা গেছে।

আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের গরু ব্যবসায়ী কাউছার রহমান (৪২) ও চাপাইনবাবগঞ্জের ধানসুড়া গ্রামের ভটভটি চালক মানিক হোসেন (২৭) ।

আহত ভটভটির হেলপার জাহাঙ্গীর হোসেন জানান,‘রাজশাহীর সিটিরহাট থেকে ৬টি গরু ও ১টি মহিষসহ ৬ গরু ব্যবসায়ী দিনাজপুরের বিরামপুর হাটে যাওয়ার জন্য তাদের ভটভটি ভাড়া নেয়। চালক ঘুমিয়ে পড়ার কারণে পথে গাছের সাথে ধাক্কা লেগে তাদের ভটভটি উল্টে যায়। এতে এ দুর্ঘটনা ঘটে।

আজকের বাজার/এমএইচ